আমিনুর ইসলাম, ঢাকাঃ
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ শোকজ করেছে আওয়ামী লীগ। আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ আছে, সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে ফোনালাপে বিতর্কিত মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। যা গোপনে রেকর্ড করে কেউ ইন্টারনেটে ছড়িয়ে দেন। এরপর মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ হয়। এ বিষয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেছেন, আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।