আমিনুর ইসলাম, ঢাকাঃ
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলায় প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী ওরফে আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন ওই রায় ঘোষণা করেন। চলতি বছরের ১৭ই ফেব্রæয়ারি মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মাত্র ১৩ কার্যদিবসে বাদীপক্ষের ১২ জন ও আসামিপক্ষের তিনজনসহ মোট ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়। ২০২০ এর সেপ্টেম্বরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে স্থানীয় দেলোয়ার বাহিনী, স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। অভিযুক্তদের মোবাইল ফোনে ধারণ করা নির্যাতনের ওই ভিডিও চৌঠা অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগেও ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে দেলোয়ার। ঘটনার পর সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়ানো ওই নারীকে উদ্ধার করে পুলিশ। পরে বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করেন নির্যাতনের শিকার ওই নারী।