আমিনুর ইসলাম, ঢাকাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ১৮ই অক্টোবরকে শেখ রাসেল দিবস ঘোষণা করেছে সরকার।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিনটি উদ্যাপনে শেখ রাসেল ওয়েবসাইট ও অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্যা। সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তেসরা অক্টোবর থেকে ১১ই অক্টোবর রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবেÑ কুইজ ডট শেখ রাসেল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে।