আমিনুর ইসলাম, ঢাকাঃ
ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায়, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে রায় ঘোষণা পিছিয়ে ২১শে অক্টোবর ঠিক করেছেন আদালত। বিশেষ জজ আদালত ৪ এ আজ এ রায় ঘোষণার কথা ছিলো। মামলার রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, বিচারক শেখ নাজমুল আলম পারিবারিক বিশেষ কারণে ছুটিতে থাকায় আজ রায় দেয়া সম্ভব হয়নি। বিশেষ জজ আদালত ৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন ২১ শে অক্টোবর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন। ২০১৯ সালের জুলাইয়ে অর্থ পাচারের অভিযোগে, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে এস.কে সিনহাসহ ১১জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের আগস্টে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারক।