মোঃ জাহিদুল ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি:
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। প্রতিপাদ্যকে সামনে রেখে দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২১ পালিত হয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি, আজিজ আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুল হক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ। , দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার নাহার ইয়াছমিন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দুমকি উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক জাকির হোসেন খান, আহমেদ হারুন টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, দুমকি আপতুননেছা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বেসরকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দুমকি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ । আলোচনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ বঙ্গ কৃষি ইনষ্টিটিউটের অধ্যক্ষ্ জসিম উদ্দিন সুমন, আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রব জোমাদ্দার, এলএএম ইউনাইটেড মহিলা কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার দাস, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রফিকুল ইসলাম খান, পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জালাল আহমেদ , দেবীর চর দুমকি মডেল মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধানগণ সহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি রেলী সহ দুমকির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মিনি চাইনিজ রেস্টুরেন্টের সামনে এসে শেষ হয়। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন দুমকি উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ সমন্বয়ক কমিটির সভাপতি ও দুমকি টেকনিক্যাল বিএমএ মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন।