চকরিয়া প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার ডুলাহাজারার ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীর ঘোষণা দিলেন ছৈয়দ আহমদ সওদাগর।
মেম্বার পদপ্রার্থী ছৈয়দ আহমদ সওদাগর,উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ডুমখালী গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে।
মেম্বার প্রার্থী ছৈয়দ আহমদ সওদাগর জানান,আমার জীবনের সবচেয়ে বড় শখ,বড় আশা ছিল,মানব সেবায় নিজেকে নিয়োজিত করা।জীবনের শেষ বেলাতে এসে যখন অবসর সময় কাটাচ্ছি।এরই ফাঁকে জনগণের সেবা করে পাথেয় অর্জনের মাধ্যমে জীবনের বাকী অংশটুকু কাটিয়ে পরপারে যেতে চাই।যাতে করে আমার জন্য এলাকার অসহায়,নির্যাতিত,নিপড়িত,অধিকার বঞ্চিত মানুষ উপকৃত হয়,উন্নয়ন হয় এলাকার গ্রামীণ সড়ক,জনপদের।যেগুলো যুগ-যুগ ধরে অবহেলিত হয়ে পড়ে আছে।এছাড়াও আমার নির্বাচনী এলাকা হোক সন্ত্রাস আর মাদকমুক্ত।যার ফলে ফিরে আসবে যুব সমাজ,ধ্বংসের পথ থেকে ফিরে আসুক বিচ্ছিন্ন সংসার জীবন।এই কারণে এলাকার মুরব্বি,শিক্ষিত সমাজ,যুব সমাজ,ছাত্র সমাজ,এলাকার সচেতন সর্বস্তরের নারী-পুরুষের দোয়া,সমর্থন ও ভালোবাসা কামনা করছি।এছাড়া আমার আর কোন লোভ লালসা নেই।তাই মুরব্বীদের পরামর্শে নিজেকে আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী দিলাম।
সরেজমিনে গেলে মহল্লার বেশ কয়েকজন গন্যমাণ্য ব্যক্তিরা জানান,আসল নির্বাচন বয়স্ক লোকের জন্য এসেছে।কেননা বয়স্ক লোকেরা হুট করে কোন সিদ্ধান্ত নেন না,নিজের স্বার্থের দিকেও থাকাবেন না।আমাদের মতে বয়স্ক লোককে মেম্বার নির্বাচিত করতে পারলে,এলাকার আরো উন্নয়ন সম্ভব বলে মনে করেছেন।