এস আল-আমিন খাঁন, বরিশাল ব্যুরো।
পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সজীব (২০), নামের এক হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সজিব বরগুনা জেলা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উওর লাকুরতলা গ্রামের বাসিন্দা মৃত মামুনের ছেলে।
মঙ্গলবার (৫-অক্টোবর-২০২১ ইং) তারিখ সন্ধ্যা ৭ টার সময় পটুয়াখালী ডিবি পুলিশ টিমের এস,আই (নিঃ) সজল কান্তি দাস, এস,আই (নিঃ) সম্বিত রায়, এস,আই (নিঃ) এম নজরুল ইসলাম ফারুক সহ সংগীয় ফোর্স সহ বরগুনা জেলার সদর উপজেলা গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে অভিযান চালিয়ে হ্যাকার সজিবকে গ্রেফতার করেন।
ডিবি পুলিশের সুত্রে জানাগেছে, গত (২৯-সেপ্টেম্বর-২১ ইং) তারিখ বিকাল ৪.৩০ টার সময় পটুয়াখালী শহরের করিম মৃধা কলেজ রোডে বাসিন্দা ফারুক হোসেন মৃধার ব্যবহৃত মোবাইল নং এ অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন দিয়া বলে যে, ভুলক্রমে একটি পিন নাম্বার এসেছে এবং পিন নাম্বার জানতে চাইলে তিনি আগত পিন কোড নাম্বার জানিয়ে দেন। এরপর হতে তার ব্যবহৃত ফেইসবুক আইডি হ্যাক হয়ে যায়। অজ্ঞাতনামা ব্যক্তি অভিযোগকারীর ফেইসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করিয়া অভিযোগকারীর ম্যাসেঞ্জার থেকে তাহার বিভিন্ন ফেইসবুক ফ্রেন্ডদের নিকট হ্যাককৃত ম্যাসেঞ্জার হইতে বিকাশে টাকা চায়। এই তথ্যটি পটুয়াখালী পুলিশ সুপারের গোচরীভূত হলে পটুয়াখালী জেলা সাইবার ক্রাইম ইউনিট গভীর ও নিবিড় বিশ্লেষন পূর্বক জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালীকে তথ্য ও উপাত্ত সরবারহ করে প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে হ্যাকার সজিবকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার বিজ মুখে অপরাধ স্বীকার করে বলেন, নিজ নামীয় এবং অপরের এনআইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে একাধিক সিম সংগ্রহ করিয়া ডিজিটাল প্রতারনার মাধ্যমে বিভিন্ন ব্যাক্তির ফেইসবুক আইডি/মোবাইল নাম্বার হ্যাক করিয়া প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে এবং এই অপরাধী দলের একটি বিশাল চক্র রয়েছে।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে পটুয়াখালী থানায় -২০২১৮ ইং সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২২/২৪/৩৫’ ধারায় মামলা রুজু করা হয়েছে, মামলা নং-০৬, তারিখঃ ০৬-১০-২০২১ ইংরেজি।