আমিনুর ইসলাম, ঢাকাঃ
আজ বুধবার শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। ভোরে দেবীর আবাহনেই শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষনগণনা। ১১ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত চলবে দুর্গাপূজা। চণ্ডীপাঠের মধ্যদিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য সতর্কতা মেনেই এবারও মহালয়ার আয়োজন করা হয়। ভোরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়েছে। এছাড়া সকালে রাজধানীর বনানী মাঠে দেবীবরণের আয়োজন করেছে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। সেসময় তিনি বলেন ধর্মীয় উৎসবগুলো ধর্মকে ছাড়িয়ে বাঙালির উৎসবে পরিণত হয়েছে।