মোহাম্মদ জামশেদঃ- রাসূলে পাক দঃ এর দুনিয়াতে শুভাগমন এর মাস তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা (পশ্চিম) শাখা।
বুধবার ৬ অক্টোবর আসরের নামাজের পর হাটহাজারী পৌরসভার ইমাম আজিজুল হক শেরে বাংলা (রহ.) এর মাজার প্রাঙ্গণ থেকে র্যালিটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক বাসস্ট্যান্ড হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাজার প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগরের সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় র্যালী পরিবর্তিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী।
এসময় সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার শুভাগমন মানবজাতিসহ সমস্ত জগতের জন্য আল্লাহ পাকের বড় অনুগ্রহ স্বরূপ। তাঁর শুভাগমনকে ঘিরে খুশি ও আনন্দোৎসব করা ঈমানদারিতার লক্ষণ। আল্লাহর নিয়ামতের শোকরিয়া প্রকাশই হচ্ছে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ.)। এটি নতুন কোন উৎসব নয়, বরং আল্লাহ স্বয়ং নবী রাসূল (দ.) ও ফিরিশতাদের নিয়ে ঈদে মিলাদুন্নবী (দ.) পালন করেছেন।
বক্তারা দেশের মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনায় রাজধানী ঢাকা হতে আগামী ৯ রবিউল আউয়াল জশনে জুলুস বের করা হবে এবং রবিউল আউয়াল মাসে সরকারি/বেসরকারি চাকুরিজীবীদের ঈদে মিলাদুন্নবী (দ.) উৎসব ভাতা দেওয়ার জোরালো দাবী জানান। র্যালি পরবর্তী সালাত সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, এস.এম রফিকুল হাসান, এনামুল হক সিদ্দিকী, মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, আলহাজ্ব সৈয়দ আহমদ হোসেন, আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার, আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম, কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ, মাওলানা সৈয়দ মুনিরুর রহমান খসরু, আব্দুল মাবুদ আইয়ুব ও নাসির উদ্দিন রুবেলসহ হাটহাজারী উপজেলা ও পৌরসভার গাউসিয়া কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃনদ।