বাবু চৌধুরী | বিশেষ প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে পরিবহন সংশ্লিষ্ট ৫ জনকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে অঘোষিত পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে ধর্মঘটের কারণে নগরীর কয়েকটি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। তবে ধর্মঘটের সমর্থনে কোথাও শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করেননি।
ঘোষণা ছাড়া গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন গার্মেন্টসকর্মী, চাকরিজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, জিইসি, অক্সিজেন মোড়সহ কয়েকটি মোড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ি পাননি যাত্রীরা। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা ও সিএনজি অটোরিকশায় গন্তব্যে পৌঁছেছেন। বিভিন্ন জায়গায় রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে যাত্রীদের বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।