আমিনুর ইসলাম, ঢাকাঃ
ঢাকা সেনানিবাসে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেশের নাগরিকদের স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। নাগরিকদের প্রয়োজনেই এই কার্ড সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সেনানিবাস ও আশপাশের সামরিক-বেসামরিক নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের ওই অনুষ্ঠানে সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।