দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার ৩ নং মুরাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সদস্য (মেম্বর) পদে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুর“ হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। এতে সদস্য পদে মোঃ মশিউর রহমান ৫৬১ ভোট পেয়ে তালা প্রতীক নিয়ে নির্বাচিত হন।এতে প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে মোঃ মাসুম বিল্লাহ ফুটবল প্রতীক নিয়ে ৩৭৯ ভোট পেয়েছেন। মোট ১৪৩৮ভোটারের মধ্যে ৯৫৬ ভোট কাস্ট হয়েছে মোট ভোটের ৬৬% । উল্লেখ্য যে, গত ২১ জুন একই ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে মোঃ মশিউর রহমান (তালা) প্রতীক নিয়ে এবং মোঃ মাসুমবিল্লাহ ( ফুটবল) প্রতীক নিয়ে ৩২৭ সমসংখ্যক ভোট পাওয়ায় পূনঃনির্বাচন অনুষ্ঠিত হয়।