আমিনুর ইসলামঃ
সৈয়দপুর থেকে কক্সবাজারে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সকালে সৈয়দপুর বিমাবন্দরে সরাসরি ফ্লাইটের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে পর্যটন সিটি কক্সবাজারের সাথে আকাশপথে দেশের উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। সৈয়দপুরের এই বিমানবন্দরটিতে বাণিজ্যিক ফ্লাইট চলাচল ছিলো ১৯৭৭ সাল থেকেই। কিন্তু পররবর্তীতে এই বিমানবন্দর দিয়ে ফ্লাইট উঠানামা কমে গেলেও গত দশ বছর ধরে সৈয়দপুর-ঢাকা রুটে আবারও বিমান চলাচল শুরু হয়। বর্তমানে দৈনিক পনোরোটি ফ্লাইট ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করে। উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর অঞ্চলটি দেশের ভৌগলিক অবস্থান থেকে অনেক গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট চালুর উদ্যোগ। এখন থেকে বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে সৈয়দপুর ছেড়ে যাবে। শনিবার দুপুরে কক্সবাজার থেকে সৈয়দপুর ফিরে আসবে। ফ্লাইটের উদ্বোধন করে বিমান প্রতিমন্ত্রী বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব আঞ্চলিক বিমানবন্দরের সাথে আন্তঃজেলা বিমান যোগাযোগ চালু করা হবে।