আমিনুর ইসলামঃ
কোভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় ডেল্টা এয়ারলাইনসের টিকিট বিক্রি স্থিতিশীল হয়েছে।
ফলে বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের ক্ষেত্রে যে পূর্বাভাস দিয়েছিল তার চেয়ে ভালো অবস্থানে থাকবে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের বৈঠকে ডেল্টা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ ইডি বাস্তিয়ান জানান, আগস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরের শুরুতে টিকিট বিক্রি কমে গিয়েছিল। ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে যাত্রীর সংখ্যা বাড়ছে। ২০২২ সালে অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে টিকিট বুকিং ২০১৯ সালের রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন বাস্তিয়ান।