আমিনুর ইসলামঃ
তাইওয়ানকে আবারো এক করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে এক করা হবে বলে জানিয়েছেন তিনি। চীনের শেষ সাম্রাজ্যবাদী রাজবংশকে বিপ্লবের মাধ্যমে উৎখাত করার ১শ’ ১০তম বার্ষিকী উপলক্ষ্যে ভাষণে শি জিনপিং তাইওয়ানকে মাতৃভূমি উল্লেখ করে বলেন, বিচ্ছিন্নতার বিরুদ্ধে ভূমিকায় চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে। শি জিনপিংয়ের এমন কড়া হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল কার্যালয় জানিয়েছে, দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ানকে একত্র করার প্রতিশ্রæতি দিলেন শি জিনপিং।