আমিনুর ইসলামঃ
সৌদি আরবের জাযান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ সৌদি নাগরিক ও এক সুদানী নাগরিকও আছেন। ড্রোন হামলায় বিমানবন্দরের জানালার কাঁচসহ বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ ড্রোন ব্যবহার করা হয়েছে। শনিবার ভোরের দিকে আরেকটি বিস্ফোরক বোঝাই ড্রোন আটক করেছে নিরাপত্তা বাহিনী।