আমিনুর ইসলাম, ঢাকাঃ
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি স্থাপন করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চুল্লি স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারমাণবিক শক্তির দেশ হিসেবে নিজেদের গড়ে তুললো বাংলাদেশ। এ শক্তি শান্তির জন্য।
পরমাণু শক্তি রূপান্তরের যে স্বপ্নের শুরুটা হয়েছিলো বঙ্গবন্ধুর হাত ধরে, তা বাস্তবায়নে রূপপুরে স্থাপন করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি যাকে বিদ্যুৎ কেন্দ্রের হৃদপিণ্ড বলা হয়। রাশিয়ান ফেডারেশনের সহায়তায় বিদ্যুৎ উৎপাদনের প্রধান অনুষঙ্গ, রিএ্যাক্টর ভেসেল স্থাপন করা হলো ইউনিট ১ এ। তিনি আরও বলেছেন, দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য খোঁজা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকে না জেনেই সমালোচনা করে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে রূপপুরে এ অনুষ্ঠানে যুক্ত হন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর পর এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।