নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়া উপজেলার খুটাখালীতে কাঠাঁল গাছের উপর সিসি ক্যামেরা বসিয়ে নুর জাহান (৪৫) নামের এক বিধবা পরিবারের চলাচলের চিত্র ধারণ করে,মানক্ষুন্ন করায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ৪ অক্টোবর বিধবা মহিলা নুর জাহান বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী নুর জাহান (৪৫) অত্র ইউপির ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার মৃত ছৈয়দ আহমদ স্ত্রী।
অভিযোগের বিবাদীরা হলেন,ওসমান গণি(রোহিঙ্গা) রায়হান নুর(রোহিঙ্গা) রাইয়ান (রোহিঙ্গা) সর্বপিতা-মোঃ রশিদ ও তার স্ত্রী নুর নাহার(৪৫)।বর্তমানে তারা খুটাখালী ইউপির ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকায় বসবাস করলেও,মূলত তাদের আসল ঠিকানা-টেকনাফ উপজেলার হৃীলা মোছনী ২৬নং ক্যাম্প।
অভিযোগ পত্রমতে,অভিযোগকারী বিধবা নুর জাহান দীর্ঘ ১১বছর পূর্বে তার স্বামীকে হারিয়েছেন।সেই থেকে দুঃখ কষ্টে তার ৪ মেয়ে ২ছেলে ও ছোট দেবর নিয়ে যৌথ পরিবারের অন্যদের সাহায্যতে দিনাতিপাত করে আসছেন।হঠাৎ চলতি বছরের পহেলা জানুয়ারী মাসে রোহিঙ্গা নুর নাহার এসে স্হানীয় মৃত আব্দুল গণির পুত্র আব্দুল খালেকের দখলীয় রির্জাভ কিছু জায়গা ক্রয় করে।পরে রোহিঙ্গা নুর নাহার ক্রয়কৃত পাহাড়টি কেটে ঘর তৈরী করেছে।ঘর তৈরীর শেষে বারান্দা তৈরীর সময় ২৪ ফ্রেরুয়ারীতে সংশ্লিষ্ট বনবিভাগ এসে তাদের উড়ন্ত বারান্দা উচ্ছেদ করে দেয়।যা পত্র-পত্রিকায় বনবিভাগের উচ্ছেদ অভিযানের সংবাদ প্রকাশিত হয়।পরে তাদের
বিরুদ্ধে সংশ্লিষ্ট বনকর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করে,যার মামলা নং-বন-২৭/২১ইং।
বনবিভাগের অভিযানটি বাদী দ্বারা হয়েছে সন্দেহে বিবাদীগণ কর্তৃক একাধিকবার হামলা করায়,নুর জাহান বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে,যার মামলা নং-সিআর৩৪১/২১ইং।পরে মামলা দায়ের খবর পেয়ে বাদীর পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি-ধমকি দিলে,বাদী আবারো চকরিয়া থানায় একখানা সাধারণ ডায়েরী করেন,যার নং-২৫০/২১ইং।এরপরে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে গত ৩০ এপ্রিল বাদীর স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া মেয়েদেরকে মারধর করায়,সে আবারো তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেন,যার মামলা নং-জিআর -১৭৯/২১ইং।এই মামলায় আব্দুল খালেক জেল হাজতে রয়েছেন।এরপর এখন বাদী,বিবাদীর সীমানার লাগোয়া জনৈক ছৈয়দ আকবরের কাঠাঁল গাছের উপরে বিবাদী সিসি ক্যামেরা বসিয়ে বাদীর রান্নাঘর,বাথরুম সহ বাড়ীর আঙ্গিনার চিত্র ধারণ করে,পরে এসব দিয়ে সমাজে তাদের মান-সম্মান ক্ষুন্ন করে চলছে।মূলত বিবাদী নুর নাহার সহ তার ছেলেরা ইয়াবা ব্যবসায়ী উল্লেখ করেন।তাদের কারণে ছাত্র ও যুব সমাজকে মাদকাসক্ত করে তুলছে দাবী করেন।এই ভাবে বাদী নুর জাহান উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের প্রেক্ষিতে,গত ৫ অক্টোবর বিবাদীর কাছে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত ২৪৪নং স্মারক মূলে নোটিশ প্রেরণ করেছেন।
বাদী প্রতিবেদককে জানান, গাছের উপর সিসি ক্যামেরা বসিয়ে আমার পরিবার পরিজনের চিত্র ধারণ করে মানক্ষুন্ন করার দায়ে অভিযোগ করি।এখন বিবাদী নুর জাহানগংরা অভিযোগের নোটিশ পেয়ে তেলে বেগুনে জলে উঠেছে।তারা এখন আবারো আমার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি সহ স্বকৌশলে এলাকা ছাড়া করবে বলে ধমকি দিচ্ছে।যার কারণে আমরা নিরাপত্তা হীনতায় ভোগছি।বিধায় জেলার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি বলে জানিয়েছেন।