ইসমাইল চৌধুরী, মহানগর প্রতিনিধিঃ
পাকিস্তান তথা মুসলিম বিশ্বের পরমাণু বোমার জনক ড. আব্দুল কাদির খান ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার ( ১০ অক্টোবর) পাকিস্তানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
এ তথ্য নিশ্চিত করে রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে রোববার ভোরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর তথ্যমতে, ড. কাদির খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাত্তাক। শোকবার্তায় তাঁরা বলেন, পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তাই পাকিস্তান তাঁকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে।
সংবাদ মাধ্যমটি আরো জানায়, চলতি বছরের আগষ্টে করোনায় আক্রান্ত হয়ে তিনি রিসার্চ ল্যাবোরোটরীজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাঁকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ভারতের মধ্য প্রদেশে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন এই জগদ্বিখ্যাত পরমাণু বিজ্ঞানী। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সঙ্গে পাকিস্তান চলে যান।
এ জাতীয় আরো খবর..