আমিনুর ইসলাম, ঢাকাঃ
বাল্যবিবাহ রোধে কিশোরীদের প্রণোদনা দেয়া ও ইতিবাচক কাজের জন্য পুরস্কৃত করার উদ্যোগ নেয়ার কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেহের আফরোজ চুমকি। আন্তর্জাতিক কন্যা সন্তান দিবসের এক অনুষ্ঠানে, কন্যা সন্তানকে এগিয়ে নিতে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে সমষ্টিগতভাবে কাজ করারও আহবান জানান তিনি। দৈনিক যুগান্তর-এর সম্পাদক সম্পাদক সাইফুল আলম প্রশ্নোত্তর পর্বে বলেন, কিশোরীদের মানসিক বিকাশে পাঠ্য বইয়ে জীবনাচারণ এবং মূল্যবোধ গঠনের বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত। অনুষ্ঠানের আয়োজক ইউনিলিভার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্ট নেটওয়ার্ক।