আমিনুর ইসলাম, ঢাকাঃ
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় উপর্যপুরি ছুরিকাঘাতে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। ধানমন্ডি মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বিজয় বাসা থেকে বের হয়ে বিদ্যুৎ বিল দেয়ার জন্য ব্যাংকে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সময় টহল পুলিশ ধাওয়া করলেও ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের ব্যবস্থাপনা বিভাগের ডিসি মুহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের বলেছেন আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।