অধ্যক্ষ আবদুল খালেক, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
১২ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ টার সময় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার ভরতেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাজ্জাদুল ইসলাম দুদুর উপর ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন কর্তৃক শারীরিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মানব বন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান।
চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাছির উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে মহানগর কমিটির সভাপতি মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা কমিটি সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক, রুবিনা ইয়াছমিন, এনামুল হক, উত্তম কুমার রায়, মিজানুর রহমান, জেলা কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম শরীফ,আবদুল মুমিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এবিএম গোলাম নুর সহ উপজেলা নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে দোষী সভাপতির বিচার ও শাস্তি দাবী করেন। তারা অযোগ্য সভাপতি কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান দখলের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
এ জাতীয় আরো খবর..