আমিনুর ইসলাম, ঢাকাঃ
প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ যে আদর্শ জায়গায় স্থান করে নিয়েছে, ভবিষ্যতে এই ধারা বজায় রাখতে সবাইকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশকে বার বার আঘাত করেছে। তবে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার দুর্যোগ মোকাবেলায় কিছু করেনি। যা কিছু করার স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। তাঁর দেখানো পথেই আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচানোর কাজ করে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল আয়োজনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন। কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠ থেকেও সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত হন।