ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রামের আধুনিক বই বিপনিকেন্দ্র বাতিঘর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বুধবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের নিচতলায় অবস্থিত বাতিঘরটি পরিদর্শনে আসেন তিনি।
এসময় রাষ্ট্রদূত বাতিঘরটি ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে মতবিনিময় করেন। তরুণ পাঠকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত একপর্যায়ে জানান, নারী পাঠকদের উপস্থিতি দেখে তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত । এরপর বাতিঘরে আসা তরুণ-তরুণীদের সাথে সেলফিও তোলেন এই রাষ্ট্রদূত।
একপর্যায়ে একজন পাঠক তাঁকে বই থেকে কিছু অংশ পড়ে শোনান। তার গল্প পাঠের প্রশংসা করতে গিয়ে মিলার বলেন, এভাবেই গল্প পড়া উচিত; আত্মবিশ্বাসের সঙ্গে ও দৃঢ় কন্ঠে। উপস্থিত তরুণ-তরুণীদের যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার ব্যাপারে উৎসাহও দেন এই মার্কিন রাষ্ট্রদূত।
সবশেষে রাষ্ট্রদূত বাতিঘরের স্বত্বাধিকারী জনাব দীপংকর দাশকে বইপ্রেমীদের জন্য এমন একটি উপযুক্ত স্থান তৈরি করায় শুভেচ্ছা জানান।
এ জাতীয় আরো খবর..