মোঃ ওমর ফারুক (ঈশান) , ফটিকছড়ি প্রতিনিধিঃ
আগামী ১১নভেম্বর ২১ইং ইউপি নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো ফটিকছড়ি ১৪ইউ.পি. তে একক প্রার্থী ঘোষনা করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগ । ১২ অক্টোবর অনুষ্ঠিত বৈঠক শেষে রাত ১০.০০ টার সময় আওয়ামীলীগের অফিসিয়াল সেল নামক পেইজে এ সংক্রান্ত একটি কপি অনলাইন মাধ্যমে আসে।
আর এতে ফটিকছড়ির বর্তমান চেয়ারম্যানদের মধ্যে ১০জন, বিগত নির্বাচনে নৌকা প্রতিকে প্রতিদন্ধি পার্থী ৩জন এবং সাবেক চেয়ারম্যান ১জনের নাম উটে আসে।
মনোনীত ব্যক্তিদের মাঝে বর্তমান চেয়ারম্যান দের মধ্য,১.বাগানবাজার-রুস্তম আলী, ২.দাঁতমারা-মোঃ জানে আলম,৩.নারায়ণহাট-হারুন-অর-রশিদ, ৪.সুন্দরপুর-শাহনেওয়াজ চৌধুরী,৫.রোসাংগীরি-শোয়েব আল সালেহীন,৬.লেলাং- সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন,৭.সমিতিরহাট- হারুনুর রশিদ ইমন,৮.জাফতনগর- আবদুল হালিম,৯.বখ্তপুর- সোলায়মান বি.কম, ১০.আব্দুল্লাহপুর- অহিদুল আলম।
বিগত নির্বাচনে নৌকা নিয়ে নির্বচন করা ১.হারুয়ালছড়ি-জুলফিকার আলী,২.পাইন্দং- শাহলাম সিকদার, ৩.কাঞ্চননগর-দিদারুল আলম, এবং সাবেক চেয়ারম্যান ধর্মপুর থেকে – কাজী মাহমুদুল হক।
এদিকে পছন্দের প্রার্থীকে নৌকা মনোনিত করায় তৃণমৃল নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷