মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) এলাকার নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা জনাব শফি আহমেদ।
খালিয়াজুরীর সদরে, মধ্যখালিয়াজুরী, দীঘল হাটি,সরকার হাটি ও মদন জাহাঙ্গীরপুর বৈশ্য পাড়া, হাসনপুর ফতেপুর সহ বেশ কিছু দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন শফি আহমেদ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি মন্ডপে আগত দর্শনার্থীদের সাথে ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
খালিয়াজুরী উপজেলা সর্বপ্রথম কবর জেয়ারত করলেন, খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রয়াত নেতা আলী আহম্মদ তালুকদারের। প্রয়াত নেতা আলী আহমেদ তালুকদারের বাড়িতে গিয়ে তার পরিবার সকলকে শান্তনা দিয়ে আসেন।
প্রয়াত নেতা হায়দার চৌধুরী ও প্রয়াত নেতা সিদ্দিকুর রহমান তালুকদার ও খালিয়াজুরীর সাবেক ছাত্রনেতা, কাওছার আহমেদ এর কবর জেয়ারত করেন।
মদন উপজেলায় ও প্রয়াত আওয়ামীলীগ নেতাদের আত্মার শান্তি কামনা করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন সহ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতীলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের নেতা ও কর্মীবৃন্দসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ।