মিজানুর রহমান দাকোপ খুলনা।
“মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বেসরকারী সংস্থা এ্যাড্রা বাংলাদেশ’র সহযোগীতায় বুধবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে চালনা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, অপারেশন ম্যানেজার নবযাত্রা আজিজুল হক, এ্যাডরা বাংলাদেশ’র প্রকল্প ব্যবস্থাপক পল বাড়ৈসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দূর্যোগের উপর পট গানসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।