[ মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী ]
আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরি সংসদের ত্রি বার্ষিক কাউন্সিল ১২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় মাইজভান্ডার শাহ এমদাদীয়া ময়দানে যথাযথ মর্যাদাঋ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহ্ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরি সংসদের সভাপতি সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম:)।পরে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম:) এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সচিব শেখ মোহাম্মদ আলমগীরের পরিচালনায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। শুরুতে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শাহ্ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরি সংসদদের সহ সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব শাহ ছুফী সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম:)।
কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরি সংসদের সদস্যগন হলেন সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম:),,,সহ সভাপতি আলহাজ্ব শাহ ছুফী সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম:),,, সচিব শেখ মোহাম্মদ আলমগীর,, যুগ্ম সচিব অধ্যাপক মেজবাউল আলম শৈবাল,,দারুত্বায়ালীম প্রতিনিধি আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন সিদ্দিকী,, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল,, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোশাররফ হোসাইন,, দপ্তর ও পাঠাগার সম্পাদক আহসানুল হক বাদল,, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দিন এনায়েত,, আইন বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম,, এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ খান।