আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান জিয়া। তিনি জানান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক যেই পাক না কেন তার পক্ষেই কাজ করতে হবে। মনে রাখতে হবে,ব্যক্তির চেয়ে দল বড়। সুতরাং মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চুড়ান্ত। কারো ব্যক্তিগত ইমেজে ঈর্ষান্বিত হয়ে রাতারাতি কাউকে বিএনপি আখ্যায়িত করা ঠিক নয়।
আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি করতে চাইনা। আমি রাজনীতি করি সবার মতো আমিও সরকার দলীয় মনোনয়ন চাইবো। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমাকে নিয়ে সাংবাদিকরা পক্ষে বিপক্ষে নিউজ করতেই পারে।তাই বলে বিএনপি আখ্যায়িত করে বিবৃতি প্রদান দুঃখজনক। নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি কখনো দলের অমঙ্গল ছাড়া মঙ্গল বয়ে আনে না। তিনি আরো বলেন, ধাপেরহাট ইউনিয়নে নৌকার মাঝি যেই হোকনা কেনো তার পক্ষেই কাজ করবো।
যারা আমাকে বিএনপি আখ্যায়িত করে বিবৃতি প্রদান করেছেন,আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে।