আমিনুর ইসলাম, ঢাকাঃ
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৯ জন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে যান দুটির চালক পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিশালের চেলেরঘাট সেতু পার হবার সময় থেকেই ছুটি বাস বেপরোয়াভাবে দ্রুত গতিতে চলছিল এবং কোন চালকই গাড়ির গতি নিয়ন্ত্রণের চেষ্টা না কওে চালাতে থাকে। এক পর্যায়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দেও সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।