অধ্যক্ষ আবদুল খালেক, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সৌদি আরবের বিভিন্ন শহর ও এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নয় ইউনিয়নের দেশ ও জাতির সূর্য সন্তান রেমিট্যান্স যোদ্ধাদের একটি প্লাট ফর্মে নিয়ে আসার লক্ষে ২০১৮ সালে প্রবাসীদের কল্যাণে আমরা…এ স্লোগান নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব আহবায়ক কমিটির বর্ধিত সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।
পবিত্র মক্কা নগরীর সকিয়া একটি হোটেলে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব আহবায়ক মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরীর সঞ্চলনায় বর্ধিত সভায় উপস্থিত থেকে সরাসরি আলোচনায় অংশ নিয়ে মতামত জানান লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব আহবায়ক কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং সমিতির উপদেষ্টা সদস্য, এবং
সাত সদস্য বিশিষ্ট তত্তাবধায়ক কমিটির আহবায়ক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম-আহবায়ক মোসলেহ উদ্দিন মোসেলেম, সদস্য আবদুস সালাম কোম্পানি, মুহাম্মদ মোজাম্মেল হক, কাজী মিসবাহ উদ্দিন রাসেল, মুফিজূর রহমান মুফিজ ও আবুল কালাম আজাদ। সভায় সর্বসম্মিতক্রমে চলিত বছরের জন্য মুহাম্মদ কুতুব উদ্দিন’কে সভাপতি ও সাংবাদিক খলিল চৌধুরী’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্যকারী নতুন কমিটির নাম ঘোষণা করেন।
পুর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি মুহাম্মদ জানে আলম, সহ-সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক মুহাম্মদ লোকমান হাকিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকের উল্লাহ বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রেজা, দপ্তর সম্পাদক মুহাম্মদ আলমগীর, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক মুহাম্মদ রাসেল উদ্দিন, মিডিয়া ও প্রচার সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক আবদুস ছবুর বিন মনির, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাছির খান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ শোয়াইব আজাদ, পরিষদের নির্বাহী সদস্যবৃন্দ হলেন যথাক্রমে, মাওলানা হাবিবুর রহমান, শেখ আবদুল আজিজ, মুহাম্মদ কামাল উদ্দিন, হেলাল উদ্দিন হেলাল, লুৎফুর রহমান চৌধুরী দিদার, মুহাম্মদ মহররম, মোহাম্মদ ফারুক, মোঃ কামাল উদ্দিন, মুহাম্মদ ইকবাল হোসেন, মোঃ আসাদ সিকদার, মুহাম্মদ ওবায়দুল্লাহ, মোঃ নাছির উদ্দিন ও মুহাম্মদ মহসিন উদ্দিন।
এ জাতীয় আরো খবর..