টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওমানে যায় বাংলাদেশ দল। সেখানে ওমানের ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছে। কিন্তু তারপরই হরিষে বিষাদ। বিশ্বকাপের আগে আইসিসির আয়োজিত আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। মূল শক্তির দল না হলেও শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের কাছে হারে ভয়ের চোরাস্রোত বয়ে যাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মন। যদিও সবাইকে অভয় দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রস্তুতি ম্যাচের হার প্রভাব ফেলেনি দলে। প্রস্তুতির আবহেই দুই ম্যাচকে দেখেছে বাংলাদেশ। শনিবার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ হেরেছি। আমার মনে হয় এর কোনো প্রভাব পড়বে না। আমরা কালকের (আজকের) ম্যাচের জন্য প্রস্তুত আছি। দলের আত্মবিশ্বাস আগের মতই আছে। আমরা সেরা ক্রিকেটটাই খেলতে পারব। ’