ইসমাইল চৌধুরী, চট্টগ্রামঃ
চোখে কালো কাপড় বেঁধে দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তিনি এই প্রতিবাদ জানান।
ড. আতিকুর রহমান দৈনিক দেশ বার্তাকে জানান, ব্যক্তিগত অবস্থান থেকে আমার এ প্রতিবাদ। গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়ে আমি চোখে কালো কাপড় বেঁধে এসবের প্রতিবাদ করছি।
তবে গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয় বা আশেপাশের এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর কোনো ধরনের হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। এসময় তিনি দৈনিক দেশ বার্তাকে নিশ্চিত করেন, এই প্রতিবাদের পরে গত রাত পৌনে দশটা পর্যন্ত তিনি কোনো ধরণের হুমকি ধামকি পাননি।