মোঃ জাহিদুল ইসলাম,দুমকি, পটুয়াখালী : যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও “শেখ রাসেল দিবস” ২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক অধ্যাপক ডঃ আবুল কাশেম চৌধুরী, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ডঃ মোঃ ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। পরে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন দোয়া ও মোনাজাত করা হয়।