মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী রাউজান প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেল এর ৫৮তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের তরুন প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর আহবানে শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলা শাখার ব্যবস্থাপনায় ও রাউজান নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালের সার্বিক সহযোগিতায় রাউজান নোয়াপাড়াস্থ আমেনা-বশর বৃদ্ধাশ্রমের দাদুদের মাঝে “ফ্রি চিকিৎসা ও ঔষুধ বিতরণ” সেবা প্রদান করা হয়েছে। ১৮অক্টোবর সোমবার সকাল ১০টায় বৃদ্ধাশ্রমের হল রুমে অনুষ্ঠিত চিকিৎসা সেবা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ এরশাদ। সংগঠনের
সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিন এর সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ফজল করিম বাবুল।
এতে সেবা প্রদান করেন ডাঃ সাঈদা চৌধুরী ও ডাঃ মোহাম্মদ আবু নোমান ইমন।
এতে আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি মুহাম্মদ রবিউল হোসেন রবি,সাংবাদিক আনিসুর রহমান, সংগঠনের সদস্য মিশু,মোহাম্মদ জমির, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সারেক ও মিশন দে মিশু প্রমুখ।