মোঃ জাহিদুল ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দুমকি উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালেখা খলিশাখালী সড়কের দু’পাশে শিশু-কিশোরদের দ্বারা শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। সোমবার ১৮ অক্টোবর দুপুর ১২ টায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ এর নেতৃত্বে এসব তালের চারা রোপণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার হাওলাদার, শামীম খান , মোশাররফ হোসেন, তানিয়া আক্তার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস ও আকলিমা আক্তার বিথী সহ ইউনিয়ন পরিষদ সদস্য সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।