কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায় রাতের অন্ধকারে সিএনজি করে একদল দুর্বৃত্তরা এসে রুহুল কাদের (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। সে মহেশখালী উপজেলার কালারমার ছড়ার মোহাম্মদ এর ছেলে।
নিহতের ভাই কালারমার ছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস। স্থানীয়রা জানান, সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী এসে কুপিয়ে ও গুলি করে চলে যায়। তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ৷
স্থানীয় সূত্রে জানা যায়, কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ফকিরজুম পাড়ায় পূর্ব- শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তাকে সিএনজি থেকে নেমে দা-কিরিচ দিয়ে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে কালারমার ছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে রেফার করে দিলে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে ।
এই ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানিয়েছেন, পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।