আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে যে ★সিঙ্গাপুর★ নামে অতি সাধারন একটি খাবার হোটেল আছে জানাই ছিলো না।
সাদামাটা অতি সাধারন এ হোটেলটি অবস্থিত রংপুর~ঢাকা মহাসড়কে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এর সামনে। এখানে স্বল্প মূল্যে ভাত ও চা বিস্কুটও পাওয়া যায়। তিনি আরো জানান,কাজের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলাম সেখানে ১৩ মাস কাজ করার কোম্পানির কাজ না থাকায় ৭ বছর আগে দেশে চলে আসি। রুজি রুটির জন্য তাই এই সিঙ্গাপুর নামে হোটেলে খাবার ব্যবসা চালু করি।
এ খাবার হোটেলটির স্বত্বাধিকারী শাহানূর ইসলাম ৭ বছর যাবত এ ব্যবসা করে স্বামী স্ত্রী সহ ২ সন্তানদের ভরনপোষণ কস্টে সৃস্টে চালিয়ে আসছেন বলে জানান। যে, যে কাজই করিনা কেনো সৎ নিয়তে তার পিছনে কেউ শ্রম দিলে মহান আল্লাহ পাক তাকে নিরাশ করেন না। শুভ কামনা শাহানূর ও তার পরিবারের জন্য।√#