বিনোদন প্রতিনিধি শুভ শীল
জে.এস জিসান এর ডিরেকশনে নির্মিত হলো গরম চানাচুর গানের মিউজিক ভিডিও। গানটি গেয়েছেন এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা ও গামছা পলাশ।
চমৎকার এ গানটি লিখেছে এবং সুর করেছে হাসান ইয়াহিয়া এবং গানটির মিউজিক করেছেন জাহিদ বাশার পঙ্কজ।
চিত্র গ্রাহনে ছিলো এস.এম রনি ও রূপসজ্জায় ছিলেন ডন মোহর। রূপগঞ্জের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং সম্পুর্ণ হয়।
গানটি সম্পর্কে মডেল সাকিব বলেন, সালমা ও গামছা পলাশ তারা দুজনেই আমার খুব পছন্দের শিল্পী। এবং এ গানে নিজেকে চানাচুরওয়ালার চরিত্রে প্লে করতে হয়েছে। সত্যি অন্যরকম এক ভালো লাগা ছিল এ কাজটাতে। আমি সব সময় চাই নিজেকে নতুন ভাবে উপস্হাপন করতে।
আশাকরি সবার নজর কাড়বে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরো ভাল ভাল কাজ উপহার দিতে পারি I
খুব শিগ্রই মিউজিক ভিডিওটি আসছে B2B Music Station ইউটিউব চ্যানেলে