নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালী আহলা দরবার শরীফ এর ঐতিহ্যবাহী আধ্যাত্বিক তরিকত ভিত্তিক সুফী সংগঠন “তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ”র কেন্দ্রীয় কমিটির ব্যবস্হাপনায় ঢাকায় মহান জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও সেমিনার অনুষ্ঠিত হয়।
গত ২০ অক্টোবর (বুধবার) টঙ্গি ও ঢাকায় এই মহান পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে ছদারত ও আখেরি মোনাজাত করেন পীরে তরিকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলাম (ম.)
মাহফিলে আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ পরিচালনায় অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা আলহাজ্ব মোজাফফর হোসেন পল্টু, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর এর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি শরফুদ্দীন আহমদ সেন্টু,ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিলরবৃন্দ, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও ভক্ত আশেকান।
ইসলাম কখনো অন্য ধর্মাবলম্বীদের অত্যাচার, নিপীড়ন ও উগ্রবাদের শিক্ষা দেয় না বলে সেমিনারে বক্তারা বলেন,‘কুরআন-হাদিস ও রাসূল (সা.)-এর নির্দেশিত পথের বাইরে যা কিছুই করা হবে তা ইসলাম নয়। আজকের সমাজে অতি উৎসাহী কিছু মানুষ ধর্মের নামে বল প্রয়োগ, ভিন্নধর্মাবলম্বীদের প্রতি জুলুম-অত্যাচর করতে চান-যা মোটেও ইসলাম সমর্থন করে না। ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত হবে না। তাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, উপাসনালয় ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে কোনোরূপ ব্যঙ্গ-বিদ্রুপ করা কোনো মুসলমানের জন্য সমর্থনযোগ্য নয়।মহানবি (সা.) মক্কা থেকে মদিনা হিজরত করার পর যে ‘মদিনা সনদ’ ঘোষণা করেন, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা প্রদান সম্পর্কিত উল্লেখযোগ্য ধারা রয়েছে।’
পরিশেষে মুনাজাতে দেশ, জাতি ও মাযহাব মিল্লাতের জন্য বিশেষ দোয়া করা হয়।