আমিনুর ইসলামঃ
প্রবল তুষারপাত ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তাদের ৪ জন পশ্চিমবঙ্গের অধিবাসী। নিখোঁজ ৪ জনকে উদ্ধারে কাজ করছে ভারতের বিমান বাহিনী। বৈরি আবহাওয়ায় ১৭ই অক্টোবর পথ হারিয়ে ফেলেন ১৭ পর্বতারোহী। ২০ শে অক্টোবর থেকে তাদের সন্ধানে অভিযানে নামে ভারতের কেন্দ্রীয় উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। লামখাজ পাসের ১৫ হাজার ফুট উচ্চতা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ৭ জনের মৃতদেহ পর্বতের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। দুইজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।