ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম মহানগর
সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদ জানিয়ে সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন করেছেন আলেম-ওলামা, মাদ্রাসা ও স্কুল শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর গণি বেকারি মোড়ে এ সম্প্রীতি সমাবেশ করেন দারুল উলুম কামিল মাদ্রাসা ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
সমাবেশে খোরশেদ আলম সুজন বলেন, এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের। এই দেশে সবাই সুসম্পর্ক বজায় রেখে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। কিন্তু একটি চক্র এ সুসম্পর্ক বিনষ্টের জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সুজন বলেন, অন্য ধর্মের অবমাননা ইসলাম কখনও সমর্থন করে না। নিজেদের হীন পরিকল্পনা বাস্তবায়ন করতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, দেশব্যাপি ঘটে যাওয়া সকল দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।