ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম মহানগর
প্রবীণ আইনজীবী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহমুদুর রহমান আর নেই।
সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে অ্যাডভোকেট মাহমুদুর রহমানের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় নগরীর কদম মোবারক এতিমখানা চত্বরে। এরপর এতিমখানা সংলগ্ন কবরস্থানে প্রয়াত এ আইনজীবীকে দাফন করা হবে।
মাহমুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। এক শোকবার্তায় তাঁরা বলেন, অ্যাডভোকেট মাহমুদুর রহমান ছিলেন আমাদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। তাঁর মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়।
বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম দৈনিক দেশ বার্তাকে জানান, অ্যাডভোকেট মাহমুদুর রহমান ছিলেন আমাদের প্রাজ্ঞ সিনিয়র, অভিভাবক এবং প্রতিযসা আইনজীবী। তাঁর মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। মাহমুদুর রহমান দেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিষ্টার রফিকুল হকের ভাগ্নি জামাই বলেও জানান অ্যাডভোকেট রাশেদুল ইসলাম।