মোঃ জাহিদুল ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: আগামী ২ বছরের জন্য দুমকি প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২৫ অক্টোবর সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাধারন সভায় সদস্যদের মুক্ত ভোটে নতুন কমিটি গঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সাথী’র সহকারী সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য সৈয়দ ফজলুল হককে সভাপতি ও দৈনিক যুগান্তর পবিপ্রবি প্রতিনিধি কাজী বেলাল হোসাইন দুলালকে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন (এশিয়ান টেলিভিশন) ও আবুল হোসেন (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান (দৈনিক দিনকালও খোলা কাগজ), অর্থ সম্পাদক মোঃজাহিদুল ইসলাম (দৈনিক মাতৃভুমির খবর ও দৈনিক দেশবার্তা), দপ্তর সম্পাদক মো. নাঈম হোসেন (দৈনিক বাংলাদেশ টুডে ও ভোরের কাগজ পবিপ্রবি), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো.জাকির হোসেন (দৈনিক গনমুক্তি) সদস্য মোঃ আবদুল কুদ্দুস (দৈনিক মানবজমিন), উজ্জল দাস রিমন (দৈনিক জনতা),আবদুল্লাহ আল মামুন (বরিশাল বানী)।