বোয়ালখালী প্রতিনিধি:-
আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো’র গৌরবের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবর্ধনা চট্টগ্রাম দক্ষিণজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে ২৪ অক্টোবর রবিবার সন্ধ্যায় এম এ হাশেম ফাউন্ডেশন কার্যালয়ে দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ সেলিম এর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বোয়ালখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন, চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবু নাঈম মোঃ ইব্রাহিম চৌধুরী, ৯নং ওয়ার্ড কাউন্সিল মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবক মো. ইব্রাহিম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো.পারভেজ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, বোয়ালখালী উপজেলা সভাপতি সাইফুদ্দিন খালেদ, সহ-সভাপতি মো. সাহেদুল ইসলাম, সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী, ডাঃ সৈয়দ মেজবাহ উদ্দিন সবুজ, চ্যানেল বোয়ালখালী পৃষ্ঠাপোষক আবু নাঈম, পরিচালক শাহাদাত হোসেন জুনাইদী।
পৌরসভার সভাপতি তাজুল ইসলাম মানিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-সম্পাদক সৈয়দ আরমান, সাংগঠনিক সম্পাদক উসমান গণি, মাহমুদুল রহমান সাকিব, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সোহেল রানা, মো. কাইয়ুম, মো. কাউছার, মিজানুর রহমান, খোরশেদ আলম, সাহেদুল আলম, মো. মিজান, রায়হান,আমিনুল ইসলাম তিহা, জাবেদ উমর প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, পূর্বাশার আলো মানবতার কল্যাণে কাজ করে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়াও মাদকমুক্ত সমাজ বির্নিমাণে তরুণ প্রজন্মদের নিয়ে অতীতের মতো আগামিতেও মানবতার কল্যাণে কাজ করে যাবে সেই প্রত্যাশা।