এক বেলা আহার পরিবেশন শীত বস্তু ও কম্বল বিতরণ ও মানবিক কাজে বিশেষ অবধান রাখায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৫-১০-২০২১ সোমবার হাটহাজারী উপজেলা অডিটোরিয়াম হলে সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়.
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সম্মানিত ইউএনও জনাব শাহিদুল আলম স্যার
উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব এহসান উল্লাহ জাহেদী ভাই,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী ছিপাতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা জনাব নুরুল আহসান লাভু ভাই, সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবিক পুলিশ টিম লিডার মানবিক শওকত ভাই, ও
চট্টগ্রাম মানবাধিকার কমিশন এর সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব সেকান্দার তুহিন ভাই,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি,কেশব কুমার বড়ুয়া, ডাঃ মোঃহাফিজুর রহমান।সভাপতি. ক্লাইড এসোসিয়েশন(স্বাস্থ্য মানবাধিকার) বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর সদস্য
লায়ন ইন্জিনিয়ার সোহরাব হোসেন আরমান
উপদেষ্টা গাজী মোহাম্মদ মাইন উদ্দিন উপদেষ্টা
জনাব ওয়াহিদুল আলম
উপদেষ্টা ইন্জিনিয়ার মোঃ ফয়সাল
প্রবাস থেকে সহযোগিতা করছেন শাহাদাৎ হোসেন
সাবেক সহ-সভাপতি মোঃআবদুল আজিজ
সহ-সাধারন সম্পাদক
মোঃসাজ্জাদ হোসেন
প্রবাসি সদস্য
এবং কার্যকারী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সুলতানা নিজাম রাসু – সহ সভাপতি
মোঃ ইমন- সহ সভাপতি
জুবায়ের আহমেদ সাংগঠনিক সম্পাদক।
খালেদ সাইফুল্লাহ – অর্থ সম্পাদক
মোঃমাহমুদুল হাসান আসিফ – সহ অর্থ সম্পাদক।
রাজ রানি
নিশ্চুপ রাজকন্যা
আবু বকর – দপ্তর সম্পাদক
মোঃ রায়হান মোবারক
মোঃ তামিম
মোঃ কাউছার
খলিল ফয়জী
হেলাল ইমন
রাহাত আবরার
আবির আহমেদ ইমন
মাসুদ আহমেদ
এস এন আরিফ
মোঃজুলাল
মোঃশিমুল
মোছাঃমাওয়া
মোঃসাহেদ-
মোছাঃসামিরা
মোঃরোহান
এইচ এম জাহাঙ্গীর
সাহিয়া আলম আরজু
মোছাঃ আবিদা চৌধুরী ঝুলি
মোঃ আলভি
মোঃসাহেদ
মোঃরাহাত
মোঃআয়াত
রায়হান
শওকত
মোঃতাসকিন।
ব্যবস্তাপনায়ঃ মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স। চট্টগ্রাম উত্তরজেলা।।