নিজস্ব প্রতিবেদক:
চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে বিট পুলিশিং কমিটির আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মেলন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ অক্টোবর বৈলতলী ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে এ সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈলতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি কবির আহমদ সওদাগর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সায়েম, উপজেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস,
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম নূরী, সাধারণ সম্পাদক কাজী পারভেজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন , বাংলাদেশে হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি । এই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হলে সকলকে মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক হানাহানি বা কোনো ধরনের বিভেদের সুযোগ নেই । সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে । কোনো ধরনের গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টাকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান বক্তারা ।