মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুল মুকিতকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক আবুল কাশেম ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
গত ২৬ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি দিপংক কান্তি দে ও আশিকুর রহমান রিপন এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আব্দুল মুকিতকে সভাপতি ও তাহা আহমদকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন করা হয়।
আব্দুল মুকিতকে সভাপতি ও তাহা আহমদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় জেলা ছাত্রলীগের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক আবুল কাশেম। মুক্তিযুদ্ধের চেতনায় ও মুজিব আদর্শ লালনের মাধ্যমে আগামী দলীয় ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।