মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,ব্যুরো চীফ।
অবৈধ দখলে বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে যত প্রভাবশালীই হোক না কেন তাদের তিল পরিমাণ ছাড় দেয়ার অবকাশ নেই। এখন বর্ষা মৌসুম শেষ। নগরীর যে রাস্তাগুলো অতি বৃষ্টির কারণে সংস্কার ও মেরামতের কাজ বন্ধ রাখা হয়েছিল তা এখন থেকে দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ দিয়েছি। আমি গতকাল নগরীর বিমানবন্দর সড়ক হতে লিংক রোড হয়ে হালিশহর পর্যন্ত রাস্তার চলমান সংস্কার ও মেরামত কাজ পরিদর্শন করেছি, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার বা পণ্যবাহী যানগুলো চলাচল করার কারণে যে সড়কগুলো নষ্ট হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা প্রয়োজন। এসব রাস্তা সংস্কারের ব্যাপারে বন্দরসহ অন্য ব্যবহারকারীদের সাথে আলোচনার প্রয়োজন আছে। চট্টগ্রাম নগরকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে নগরীতে চসিকের যেসব খালি জায়গা আছে, অন্যদিকে যেসব খাল ও নালা অবৈধ দখলদারদের আয়ত্তে আছে তা বিএস, আরএস খতিয়ানের আলোকে উদ্ধারের কাজ এখন থেকে জোরালোভাবে শুরু করা হবে।আমি এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডসহ সকল সেবা সংস্থার সাথে মতবিনিময় ও সমন্বয় সভার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।