বশির আহম্মেদ খলিফা ঝালকাঠি প্রতিনিধিঃ
আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে এ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন
তালুকদারের সভাপতিত্বে ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি,এস এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দুরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল ও সময় টিভির ষ্টাফ রিপোর্টার ও ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মানিক আচার্য্য, যুবলীগ নেতা ছগির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স, নিউজ বাংলা প্রতিনিধি হাসনাইন দিবস তালুকদার, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বাংলাটিভি প্রতিনিধি রতন আচার্য্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি জেলার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে বিজয় টিভির ঝালকাঠি প্রতিনিধি আলহাজ্ব মোঃ মাসুম খান, মোহনা টেলিভিশনের কাঠালিয়া প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ, জেলা ছাত্রলীগের রাহাত মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।